চকরিয়ায় ভাতিজার লাথির আঘাতে চাচার মৃত্যু

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় ভাতিজার লাথির আঘাতে মোহাম্মদ কালু (৭৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কালু কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার মকবুল আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, জায়গা-জমির বিরোধের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ১০ টার দিকে মোহাম্মদ কালু ও তার ভাতিজা আলী আহমদ এর মধ্যে বিরোধীয় জায়গায় চাষ করছিলেন ভাতিজা আলী আহমদ। এ সংবাদ পেয়ে তার চাচা মোহাম্মদ কালু সরেজমিনে গিয়ে জমিতে চাষাবাদে বাঁধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা আলী আহমদ (৬০) এর লাথির আঘাতে মোহাম্মদ কালুর মৃত্যু হয়।

স্থানীয়রা মোহাম্মদ কালুকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ঘাতক ভাতিজা আলী আহমদকে আটক করতে সক্ষম হয়েছে চকরিয়া থানা পুলিশ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ময়নাতদন্তের জন্য মোহাম্মদ কালুর লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন

Scroll to Top