চকরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাপ্পি মল্লিক (৪৫) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পথে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মল্লিকপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সহকারী টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বাপ্পি মল্লিক মোটরসাইকেলযোগে হারবাং থেকে চকরিয়া যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন তিনি। প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হন। হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল, কিন্তু পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top