চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। এ সময় অটোতে থাকা একটি ছাগলও প্রাণ হারায়। নিহত দুইজনই অটোরিকশা চালক ও যাত্রী।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যার আগে মহাসড়ক চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের একটু দক্ষিণে ও ইসলাম নগরের উত্তরে ঝুঁকিপূর্ণ বাঁকে এই দুর্ঘটনা সংঘটিত হয়।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক ও চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ছাবেত পাড়ার মনোহর আলমের পুত্ত শহীদুল ইসলাম সোহেল (২৮) এবং একই এলাকার মাওলানা কামাল হোসেনের পুত্র মোহাম্মদ নুরুল্লাহ (২৫)। এ সময় সামান্য আহত হয়েছেন দুই গাড়ির কয়েকজন যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় সংশ্লিষ্ট হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান- দুর্ঘটনার পর পরই মহাসড়কের উভয়দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি সরিয়ে নিলে মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে কিছুক্ষণ পর।
ওসি-বানিয়ারছড়া হাইওয়ে থানা আরও জানান- দিনাজপুর থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী বাসটি ঝুঁকিপূর্ণ বাঁক অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোর ভেতরে থাকা চালক ও অপর এক যাত্রী। এছাড়াও মারা যায় সাথে থাকা একটি ছাগলও।
ওসি বলেন- এই ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন