পড়া হয়েছে: ২৫
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের অভিযান টের পেয়ে তিনটি দেশীয় তৈরী বন্দুক ফেলে ৫-৬ জন সন্ত্রাসী পালিয়ে যায়।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী-লামা সড়কে এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উপজেলার ফাঁশিয়াখালী-লামা সড়কে অস্ত্রসহ সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ, ফরেস্ট গার্ড ও স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান শুরু করি। এসময় ৫-৬ জন সন্ত্রাসী অস্ত্র ফেলে দৌড়ে গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া ৩টি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের পাকড়াও করতে অভিযান চলমান থাকবে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।