চকরিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় শ্রীমন্ত দাশ নামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ৬ ডাকাত গৃহকর্তার মেয়ের গলা থেকে ও ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে থানা ভবনের মাত্র ৩০ গজ অদূরে বাটাখালী হিন্দুপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দলকে ওই বাড়িতে পাঠিয়েছি। পাহারাদারকে গলায় ছুরি ধরে জিম্মির পর হাতে ও পায়ে ছুরিকাঘাতে আহত করার চিহ্ন পাওয়া গেছে। গৃহকর্তার মেয়ের গলা থেকে ও ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।

তিনি আরও বলেন, ভোর হওয়ার আগের ঘটনায় শনিবার বিকাল সোয়া ২টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত এজাহার বা অভিযোগ দেয়নি৷ এজাহার দিলে অবশ্যই মামলা হবে৷ এর মধ্যেই এ ঘটনায় পুলিশের একাধিক টিমকে অভিযানে নামানো হয়েছে৷

জানা যায়, প্রবাসী শ্রীমন্ত দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। সম্প্রতি তারা চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দু পাড়ায় জমি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। ভবন নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। নীচ তলায় প্রবাসীর স্ত্রী সন্তান বাস করতো।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top