পড়া হয়েছে: 26
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীর কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারাস্থ ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে এগারটার দিকে কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের কন্যা আসমা (৬) গোসল করতে নামে মাতামুহুরী নদীতে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মাতামুহুরী নদীতে গোসলে নেমে মারা যাওয়া দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন