চকরিয়ায় দেশীয় বন্দুকসহ দুই ডাকাত আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি বন্দুকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গ্রামার স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মোহাম্মদ জিশান (২৫) ও শাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকার মোহাম্মদ আবদুল্লাহ (২৪)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে পরিচালিত ওই অভিযানে পালানোর চেষ্টা করলে জিশান ও আবদুল্লাহকে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হবে। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চকরিয়ার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে নিয়মিত ডাকাতির ঘটনা ঘটছে। সন্ধ্যার পর রাস্তায় বের হওয়া নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে পুলিশের টহল ও নজরদারি আরো জোরদার করার দাবি জানান তারা।

চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন

Scroll to Top