চকরিয়ায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টায় পৌরসভার চকরিয়া সাব রেজিস্টার অফিসের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সাহারবিল ইউপির চৌয়ারফাড়ির মৃত কালু মিয়ার ছেলে সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা ইউপির ইলিশিয়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দীন (৩৫), পূর্ব বড় ভেওলা ইউপির ঈদমনি এলাকার আকতার আহম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) ও সাহারবিল ইউপির কোরালখালীর আব্দুল্লাহ আল নোমান প্রকাশ শাহীন প্রকাশ সাজ্জাদ (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে পৌরসভার সাব রেজিস্ট্রার অফিসের পেছনে ডাকাতর দলের কিছু সদস্য অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছির উদ্দীনের বিরুদ্ধে চকরিয়াসহ বিভিন্ন থানায় তিনটি মামলা ও আব্দুল্লাহ আল নোমান প্রকাশ শাহীন প্রকাশ সাজ্জাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এরা বিভিন্ন জেলায় ডাকাত দলের সমন্বয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top