চাকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়ি ঘের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে শেখাব উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার উপকূলীয় চিংড়ি জোন সওদাগর ঘোনা রাবার ঢেম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শেকাব উদ্দিন উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের রামপুর গ্রামের মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়- চকরিয়ার উপকূলীয় চিংড়ি জোনের রামপুর আবাসন প্রকল্প এলাকায় একটি মাছের ঘেরের দখল নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এ সময় শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় উভয়পক্ষের আরো কয়েকজন আহত হয় বলে স্থানীয়রা জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাছের ঘেরের বিরোধ নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ওসি আরো জানান- নিহত শেকাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক হত্যাসহ অন্তত চারটি মামলা রয়েছে।
চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন