চকরিয়ায় অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ তারেক আজিজ (৩৮) নামে এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে পৌরসভা কাহারিয়াঘোনার ৫নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক তারেক ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

চকরিয়া সেনাক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাহারিয়াঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় কয়েকটি সংঘবদ্ধ ডাকাত চক্র স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। এসব অপরাধীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমন করতে যৌথ বাহিনী এ অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহভাজন তারেক আজিজের বাড়িতে তল্লাশিতে তার শয়নকক্ষ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তারেককে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজসহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন

Scroll to Top