চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সিএনজি অটোরিকশার নিচে চাপা পড়ে আনিসুল মোস্তফা (২৯) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৩ এপ্রিল) ভোর রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের বরইতলী একতাবাজার হিন্দুপাড়া রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, আনিসুল মোস্তফা উপজেলার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রহিম উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের চট্টগ্রামমূখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় একইমূখী একটি অজ্ঞাত গাড়ি। এ সময় সিএনজি অটোরিকশা যাত্রী আনিসুল মোস্তফা ছিটকে পড়ে গিয়ে ওই অটোরিকশার নিচে চাপা পড়ে মারা যায়।
এ বিষয়ে চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মাহবুবুল হক ভুঁইয়া চাটগাঁ নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন