পড়া হয়েছে: 62
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় নাশকতার মামলায় আওয়ামীলীগ নেতা মো. জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমদের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে চকবাজারের মেহের ভবনের চতুর্থ তলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চকবাজার থাকা ও রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






