চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চকবাজার থানায় মব সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেওয়া ও হামলা-সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল। মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন— শিবির গুপ্ত থেকে মব সৃষ্টি করে এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে জুলাই বিপ্লবের ঐক্যবদ্ধ চেতনাকে ধ্বংস করছে। আগামীতে এ ধরনের অন্যায় অব্যাহত থাকলে ছাত্রদল শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। যেকোনো মূল্যে সব ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ছাত্রদল, ইনশাআল্লাহ।
বিবৃতিতে আরো বলা হয়— সোমবার (২১ জুলাই) রাত সাড়ে নয়টায় মহসিন কলেজ ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার আরিফকে থানায় সোপর্দ করে মহসিন কলেজ ছাত্রদল নেতারা। ছাত্রলীগ ক্যাডার আরিফ মহসিন কলেজ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানের অনুসারী ছিল। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে আরিফ একাধিকবার ছাত্রদল নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করে মহসিন কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলমকে মারাত্মকভাবে জখম করেছিল।
রাত ১০টায় শিবির ক্যাডাররা এসে মব সৃষ্টি করে থানা থেকে আরিফকে ছিনিয়ে নেয় ও উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে ঘেরাও করে রাখে।
এ সময় স্থানীয় ছাত্রদল নেতারা এগিয়ে আসলে তাদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের সহায়তায় শিবির আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর হামলা করে।
এতে ছাত্রদলের ২ জন নেতা গুলিবিদ্ধ হন এবং আহত হন আরো ১২ জন নেতাকর্মী। একপর্যায়ে সেনাবাহিনী আসলে শিবির পালিয়ে যায়। ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে চলে যায়।
চাটগাঁ নিউজ/জেএইচ