পড়া হয়েছে: ৬৩
সাতকানিয়া প্রতিনিধি: ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। (২৪ অক্টোবর) রাতের বেলায় ঘুর্ণিঝড় হামুনের আঘাতে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে হামুনের প্রবল ঝড়ো হাওয়ায় বসত ঘরের উপরে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
মৃত ব্যক্তি খাগরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের মৃত নূর আহমদ এর স্ত্রী বকুমা খাতুন (৬৫)।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। এবং পরিদর্শনকালে সরকারের পক্ষ থেকে নগদ ২৫০০০ টাকা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসেন, ইউপি সদস্য মহসিন সহ আরো অনেকে।