চাটগাঁ নিউজ ডেস্ক: থার্টি ফার্স্ট নাইট উদযাপনের প্রস্তুতিতে যখন ব্যস্ত বন্দরনগরী চট্টগ্রামের একাংশ, ঠিক তখনই গভীর রাতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (৩১ ডিসেম্বর) শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্দেশ্যে ডিসি হিলের সরকারি বাসভবন থেকে রাত গভীরে বের হন জেলা প্রশাসক। শুধু আনুষ্ঠানিক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, নগরীর বিভিন্ন স্থানে অসহায়দের হাতে কম্বল তুলে দেন।
ষোলশহর রেলস্টেশনে তাঁর নজরে আসে দুই পথশিশু ঝুমুর ও শাহীন। শীতের কনকনে রাতে কাঁপতে থাকা তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে ডিসি নিজের হাতে কম্বল জড়িয়ে দেন। পাশাপাশি রাতে খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
মহসীন কলেজ এলাকায় ফুটপাতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা শারীরিক প্রতিবন্ধী আব্দুল মজিদ ও তার সাত বছরের কন্যা ইয়াসমিনকেও তিনি সহায়তার আওতায় আনেন। জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের পুনর্বাসনের লক্ষ্যে বিস্তারিত তথ্য নোট করে তাদের যোগাযোগ করতে অনুরোধ জানান।
শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসক নগরীর বিভিন্ন এলাকায় মোট ৬০০টি কম্বল বিতরণ করেছেন। এ সময় দামপাড়া, ষোলশহর রেলস্টেশন, মুরাদপুর, চকবাজার, চেরাগী পাহাড় মোড়, লালদিঘী এবং জেল রোডের আমানত শাহ মাজার এলাকায় অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।
ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমার নিজেরও একটি মেয়ে আছে। শীতার্ত ইয়াসমিনকে দেখে নিজের সন্তানের মুখ চোখের সামনে ভেসে উঠেছে। শুধু জেলা প্রশাসক হিসেবে নয়, একজন পিতার দায়িত্ববোধ থেকেই এই শিশুর জন্য কিছু করা উচিত মনে হয়েছে। সমাজের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন







