ঘুমধুম সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে একটি এসএলআর অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর একটি টহল দল রবিবার (১৭ আগস্ট) বিকালে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।

জানা যায়, সীমান্ত পিলার ৩১ থেকে প্রায় ১০০ গজ পূর্বে শূন্যরেখা সংলগ্ন একটি খালের ভেতর স্থানীয় এক জেলে মাছ ধরার সময় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে বিজিবিকে জানান।

খবর পেয়ে ঘুমধুম বিওপির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি এসএলআর অস্ত্র, একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আমাদের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিজিবি এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সর্বদা তৎপর রয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে, যাতে করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যায়।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top