ঘুমধুমে পণ্য পাচারকারী নারী গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারে পাচারকালে ৫ বস্তায় ১২৫ কেজি টেস্টিং সল্টসহ নারীকে গ্রেফতার করেছে ৩৪ বিজিবি।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১১টায় ঘুমধুমের তুমব্রু সীমান্ত থেকে তাকে মালামালসহ গ্রেফতার করা হয় ৷ গ্রেফতার পাচারকারী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু এলাকার নূরুল কবির স্ত্রী রাবেয়া আক্তার।

বিষয়টি নিশ্চিত করে বডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফারুক হোসেন খাঁন জানান, সোমবার রাতের অন্ধকারে টেস্টিং সল্ট পাচারকালে হাতেনাতে এক নারী পণ্য পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে ৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top