ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা—দুইজনের মৃত্যুদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা থানার ৩৩ বছর আগের একটি হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এই রায় দেন। এ সময় দুই আসামি পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- মো.ওছমান ও নুরুজ্জামান।

মামলার নথি থেকে জানা যায়, আনোয়ারা থানার গহিরা গ্রামের হাড়িপাড়ায় ১৯৯১ সালের ২৪ জুন ঘরে ঢুকে আজিজুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করার পর ১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ওছমান ও নুরুজ্জামানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। একই রায়ে আদালত ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। দুই আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top