ঘরের মেয়ে হয়ে ঘরে ফিরলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়।

মূলত চিত্রনায়িকা মাহিয়া মাহীর সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে, প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন। এরপর জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আজিজের সঙ্গে আরও কিছু সিনেমায় কাজ করতে দেখা যায় এই নায়িকাকে।

তবে হঠাৎ করেই ছন্দপতন ঘটে নুসরাত ফারিয়া ও জাজের মাঝে। একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন তারা। এরপর কেটে গেছে দীর্ঘসময়। নুসরাত ফারিয়াকে আর জাজের ঘরে দেখা যায়নি।

তবে বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আবদুল আজিজের সঙ্গে দেখা মিলল ফারিয়ার। নায়িকা নিজেই এই প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

যেখানে তিনি লিখেছেন, ‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্র্যান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সাথে।’

‘২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে। এই লোকটাকে (আজিজ) ছাড়া স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশেপাশে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’

নুসরাত ফারিয়ার এই পোস্ট দেখে ভক্তরাও অনুমান করছেন, তাহলে আবারও হয়তো জাজের ব্যানারে নতুন কোনো কাজ নিয়ে হাজির হতে চলেছেন নুসরাত ফারিয়া। তাই আব্দুল আজিজের পাশে দেখা মিলল তার।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top