রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ আগস্ট পরবর্তী সময় থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর যৌথবাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ কার্যক্রমে তিনি ধরা পড়েন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তবে কোন মামলায় দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।
জানা গেছে, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে রাঙামাটি শহরের চম্পক নগরে বিলাসবহুল বাসভবন ‘দীপালয়’ নির্মাণ করেন। পাঁচ তলাবিশিষ্ট ভবনটি নির্মাণে কয়েক কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাঙামাটি শহরের বনরূপায় কল্পতরু কনভেনশন হল নির্মাণেও ব্যয় করেছেন কোটি টাকা। ভারতের কলকাতায় ১০তলা বাড়ি নির্মাণেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
এছাড়া রাজধানীর মোহাম্মদপুর ও রাজউকের পূর্বাচল নিউ টাউনের দুই জায়গায় ১ কোটি ১৪ লাখ ৪৮ হাজার টাকার ফ্ল্যাট বাড়ি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অনন্যা আবাসিক এলাকায় ৩৩ লাখ টাকা মূল্যের ৫ কাঠা জমির মালিক তিনি। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পত্তিসহ হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে দুদক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ছাত্র–জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মন্ত্রী–সংসদ সদস্যরা। এরপর বিভিন্ন সময়ে তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন। এবার দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার হলেন।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন