চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের শিবির ক্যাডার সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড মো. সরওয়ারকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ রবিবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলিউল্লাহ আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন।
এর আগে গতকাল শনিবার (২৭ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করে নগরীর চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহিদুল কবীর বলেন, কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বহদ্দারহাটে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে সরওয়ারের নাম তদন্তে উঠে এসেছে। এর ভিত্তিতে বালুচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী মো. সরোয়ার। সরোয়ার নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন খোন্দকারপাড়ার আবদুল কাদেরের ছেলে। সরোয়ার, ম্যাক্সন ও তাদের গুরু সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ ১৫টি মামলা ও ৩টি ডায়েরি রয়েছে।
চাটগাঁ নিউজ/এসআইএস