গ্রিভস-রোচের প্রতিরোধে ৩০০ ছুঁয়ে এগোচ্ছে ক্যারিবীয়রা

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটির দ্বিতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করা উইন্ডিজ ৭ উইকেট হারালেও জাস্টিন গ্রিভস ও কেমার রোচের ব্যাটে প্রতিরোধ গড়েছে। তাদের ফিফটির জুটিতে ৩০০ পার করে এগোচ্ছে দলটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান করেছে ক্যারিবীয়রা। জাস্টিন গ্রিভস ৫৪ ও কেমার রোচ ১৪ রানে ব্যাট করছেন। ব্যাটিংয়ে আছেন।

এর আগে উইন্ডিজ শিবিরে দিনের শুরুতেই জোড়া আঘাত করেছেন হাসান মাহমুদ। এই পেসার আগের দিনের অপরাজিত জোশুয়া ডা সিলভাকে এলবি করে ফেরারনোর পরের ওভারেই আলজারি জোসেফকে জাকির হাসানের ক্যাচে ফেরান।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যেখানে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছিল উইন্ডিজ। ওপেনার মাইকেল লুইস ৯৭ ও আলিক আথানজে ৯০ রানে আউট হন। দিনের শেষে জাস্টিন গ্রিভস ও জোশুয়া ডা সিলভা অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top