গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া ঘুরে গেলেন খোদা বক্স চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি:  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খোদা বকশ চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ গ্রামের বাড়ি ঘুরে গেলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ই্‌উনুসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম গ্রামের বাড়ি বেড়াতে এসেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে পৌঁছে বাবার কবর জিয়ারত করেন। এরপর তাঁকে গ্রামবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি স্থানীয় লোকজনের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন।

খোদা বকশ চৌধুরীর ভাতিজা শিক্ষক আনোয়ারুল মুস্তাকিন চৌধুরী জুয়েল বলেন, তিনি বাবার কবর জিয়ারতের পর গ্রামের বাড়িতে থাকা মায়ের সাথে আলাপ করেন। এখানে কোনো আনুষ্ঠানিকতা ছিলনা। এই সময় গ্রামের লোকজন ছাড়াও প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খোদা বকশ চৌধুরী ২০০৬ সালের নভেম্বরে পুলিশের মহাপরিদর্শক হন। পরের বছর তিনি অবসর নেন। ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের অক্টোবরে সাবেক এই পুলিশ প্রধানসহ ৩৮ জনকে কারাগারে পাঠানো হয়।

২০০৮ সালের জুন থেকে পরবর্তী দুই বছর খোদা বকশ আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাবেক এই পুলিশপ্রধান। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি পুলিশে যোগ দেন। ২০০৬ সালে খোদা বকশ অতিরিক্ত আইজিপি হিসাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হন। ওই বছরের অক্টোবরে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এবং পরবর্তীতে পুলিশের মহাপরিদর্শক হন। ২০০৯ সালের জুলাইয়ে তিনি স্বেচ্ছায় অবসরে যান। সাবেক এই পুলিশ প্রধান একসময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

চাটগাঁ নিউজ/জগলুল/ইউডি 

Scroll to Top