চাটগাঁ নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর ক্ষেতুপাড়া শাখার গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতের যে কোনো সময় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সাইনবোর্ডে আগুন দেখে স্থানীয়রা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনার জের ধরে পাবনার সাঁথিয়ায়ও একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে দুর্বৃত্তরা তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা প্রথমে সাইনবোর্ডে তেল জাতীয় পদার্থ ঢেলে পরে আগুন ধরিয়ে দেয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হবে।
গ্রামীণ ব্যাংক ক্ষেতুপাড়া শাখার ব্যবস্থাপক সুমি খাতুন জানান, দুর্বৃত্তরা রাতে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছিল। সাইনবোর্ড ছাড়া অন্য কোনো কিছুর ক্ষতি হয়নি। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে কোনো আতঙ্ক নেই।
চাটগাঁ নিউজ/এমকেএন







