পড়া হয়েছে: 71
চাটগাঁ নিউজ ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করেছে প্রশাসন। কারফিউয়ের মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে সকালে সরেজমিনে দেখা যায়, কারফিউর কারণে থমথমে পরিবেশ বিরাজ করছে। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি, বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।
চাটগাঁ নিউজ/এমকেএন