বান্দরবান প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গোপনে বান্দরবানের থানচি উপজেলা সফর ও ভ্রমণে আসার খবর পাওয়া গেছে। তবে জেলার ও উপজেলা নেতারা বলছেন, তার ভ্রমণ সম্পর্কে কেউ কিছু জানেন না।
গোয়েন্দা সূত্র ও থানচি উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক এক এনসিপি নেতা জানায়, আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সার্জিস কক্সবাজার থেকে এসে প্রথমে বান্দরবানের লামা, আলীকদম হয়ে থানচি সফরে যান। পরে দুপুরে থানচি উপজেলা সদরের তমা তুঙ্গি পর্যটন কেন্দ্রে থেকে বান্দরবানের নীলগীরিতে এসে অবস্থান নেন। নীলগিরিতে রাত্রি যাপন করার কথা রয়েছে।
এনসিপি বান্দরবান জেলা কমিটির যুগ্ম সম্পাদক পদধারী এই নেতা জানান, উনি (সার্জিস আলম) বান্দরবান সফর করবে এরকম কোন তথ্য আমাদের জানানো হয়নি। পরে জানতে পারি, উনি লামা ও আলীকদম দুই উপজেলা ভ্রমণ করেছেন। এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন। দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবেন তখনই গোয়েন্দাদের মাধ্যমে উনার বান্দরবানের আসার খবর পায়। এর আগে আমরা কেউ কিছু জানতাম না।
বান্দরবানে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোন সৌজন্য সাক্ষাৎ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদ্দুর জানি, এটা উনার ব্যক্তিগত ভ্রমণ, শুনলাম একাই এসেছেন। বান্দরবান হয়ে হয়ত চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন। জেলায় দলের নির্ধারিত কোন কর্মসূচিও ছিল না। আমাদেরকে যেহেতু জানানো হয়নি, আমরাও আগ বাড়িয়ে আর খবর নিতে যায়নি।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেল বলেন, এই বিষয়ে কিছু জানিনা, আমাদের কিছু জানানো হয়নি।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন