পড়া হয়েছে: 99
চাটগাঁ নিউজ ডেস্ক: উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া আর ফটিকছড়ি ছিল এক সময়ের আতংকের জনপদ। ৯০ দশকে চুরি ডাকাতি থেকে শুরু করে হত্যা ধর্ষণের মতো ঘটনা এসব এলাকায় দিনে-দুপুরে ঘটতো।
বর্তমান পরিস্থিতি আমাদের সেই ৯০ দশকের ঘটনাগুলোই মনে করিয়ে দিচ্ছে। বিশেষ করে রাউজানে একের পর এক হত্যাকাণ্ড রাউজানের সাধারণ মানুষদের বলতে বাধ্য করছে ‘আগেই ভালো ছিলাম’।
কিন্তু রাউজানে একের পর হত্যকাণ্ড কেন? এর নেপথ্য কারণ কী? আদৌ শান্ত হবে কী এক সময়ের পিংক সিটি হিসেবে খ্যাত রাউজান উপজেলা?
গত ৮ মাসে রাউজানের ১০টি হত্যাকাণ্ডের সংবাদ বিশ্লেষণ করে জানা যায়- মূলত বালু ব্যবসা, মাটির ব্যবসা আর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী। তাছাড়া রয়েছে প্রশাসনের নিরব ভূমিকা।
বিস্তারিত দেখুন সিপ্লাসে……………………………………………………………….