গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন তানজিন তিশার সহকারী

চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা আন্দোলন ইস্যুতে দেশের সামগ্রিক পরিস্থিতি এখনো থমথমে। অনেক মানুষের জান-মালের অপরিসীম ক্ষতির খবর এসেছে। তবে শোবিজের কারও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি সৌভাগ্যক্রমে। অবশেষে তেমন খবরও এলো। শোবিজের কোন তারকা বা কলা কুশলী না হলেও গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিনের। দুটি গুলি মৃত্যু হয়েছে তার।

এ খবর অভিনেত্রী নিজেই গতকাল রাতে তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। তবে ঘটনাটি কবে ঘটেছে তা তিনি স্পষ্ট করেননি। দেশে টানা কয়েকদিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় হয়তো অভিনেত্রী এই খবরটি সবাইকে জানাতে দেরী করেছেন। যেই না গতকাল কিছুটা সময়ের জন্য ইন্টারনেট সেবা চালু হয় তখন আর দেরী না করে তিশা তার সহকারী আলামিনের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন।

তিশা লিখেছেন, ‘কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন। কিন্তু ও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সাথেই থাকে আমার ফ্যামিলিতেই থাকে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত।’

তিশা আরও লিখেছেন, ‘আলামিন, সারাটা দিন আমার বড় একটা ছায়ার মত আমার পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাবো, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলোও আগে আমার সাথে থাকত, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো আবার একটু পর ঠিকই বুঝাতাম। একটা না দুই দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা?’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘আলামিন কোন দল অথবা কোনকিছুর সাথে জড়িত ছিলো না। ওর বিগত ৪ বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোন পাপ নাই, খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।’

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top