পড়া হয়েছে: ২১
চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়ি এলাকায় ৩৫০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এসব কাঠ জব্দ করেন গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা।
সেনা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব কাঠ জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। পরে এসব জব্দকৃত কাঠ জালিয়াপাড়া বন বিভাগে নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনা বাহিনী সূত্র আরও জানায়, অবৈধ কাঠ পাচার রোধে সেনা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জেএইচ