গানে সাময়িক বিরতি ঘোষণা করলেন সংগীতশিল্পী ইমরান

বিনোদন ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুর হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ গোটা দেশ। চোখে পানি, মনে ঘুরপাক খাচ্ছে শোক আর হতবিহ্বলতা। এই শোকেই গানে সাময়িক বিরতি ঘোষণা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

এই দুর্ঘটনার পর থেকেই নিস্তব্ধতা ছিল সামাজিক মাধ্যমজুড়েও। এমন সময়ে নেটিজেনদের নজরে আসে ইমরান মাহমুদুলের একটি পোস্ট। বুধবার বিকেলে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন ইমরান। ক্যাপশনে লেখেন, ‘দ্যা শো মাস্ট গো অন।’

তবে সেখানেই এক ভক্ত কমেন্টে অনুরোধ করেন, ‘ইমরান ভাইয়া, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’

ভক্তের সেই আবেগঘন অনুরোধের জবাবও দেন ইমরান। লেখেন, ‘এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।’

এর আগে গত মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরান লিখেছিলেন, ‘ট্রমা কাজ করছে। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।’

তবে শুধু ইমরান নন, এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানও চলতি সপ্তাহে তার কোনো নাটক সম্প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যান্য শিল্পীরাও যে যার অবস্থান থেকে শোক প্রকাশ করে গেছেন।

উল্লেখ্য, গত সোমবার ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক একটি দিন পার করল সারা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছরে পড়ে একটি একটি প্রশিক্ষণ জেট। এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক; যার অধিকাংশই শিশু শিক্ষার্থী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top