চাটগাঁ নিউজ ডেস্ক: পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ‘বিডি ক্লিন’ নামে সংগঠনের এক ঝাঁক তরুণ। শনিবার গানের তালে তালে কুয়াকাটা সৈকতের বর্জ্য পরিস্কার করেছেন তারা।
সংগঠনের বরিশাল বিভাগীয় টিমের আয়োজনে এ পরিচ্ছন্নতা কর্যক্রম চলে। কুয়াকাটা জিরো পয়েন্টে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম।
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানে সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে থেকে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। পরে পুরাতন মসজিদ মার্কেট, মন্দির গেট, তালতলা ট্যুরিজম পার্কসহ জিরো পয়েন্ট এলাকার সবগুলো স্পট পরিস্কার করেন স্বেচ্ছাসেবীরা। এই কাজে সহযোগিতা করে কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর গাইড, ট্যুর অপারেটর। বিডিক্লিন বরিশাল বিভাগীয় টিমের সঙ্গে সৈকত পরিস্কারে অংশ নেয় বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়াসহ বিভিন্ন স্থানের স্বেচ্ছাসেবীরা।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।
বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের আয়োজক জায়েদ ইফরান জানান, দেশের বড় পর্যটন কেন্দ্রগুলোর একটি কুয়াকাটা। এখানে বিদেশি পর্যটকদেরও আগমন হয়, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা চলে যায় যে কুয়াকাটা একটি অপরিচ্ছন্ন সৈকত। তাই সৈকতকে পরিচ্ছন্ন করতে চলে এসেছে বরিশাল বিভাগীয় টিম।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের ভাষ্য, দেশব্যাপী পরিচ্ছন্নতার আর এক নাম বিডি ক্লিন। তারা কুয়াকাটা পরিস্কার করছেন। তাদের সহযোগিতা করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।
বিডি ক্লিন কলাপাড়া টিমের সমন্বয়ক রাকায়েত আহসান বলেন, ‘আমরা এখানে ফটোসেশন করতে আসিনি, এসেছি পরিস্কার যে কি জিনিস তা দেখাতে। তাই এক সঙ্গে একাটানা কাজ করা সম্ভব না। তাই কখনো গান গেয়ে কখনো গল্পের ছলে আনন্দ উল্লাসে সৈকত পরিস্কার করছি।
চাটগাঁ নিউজ/ইউডি