গাড়িচাপায় কুকুর হত্যা, গাড়িচালক-নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকায় সরকারি একটি পিকআপ ভ্যানের চাপায় একটি অন্তঃসত্ত্বা কুকুর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিটে ডিসি হিলের মূল ফটকের সামনে বসে থাকা কুকুরটির ওপর ধীরগতিতে এগিয়ে আসা সাদা রঙের ভ্যানটি সরাসরি উঠে গেলে ঘটনাস্থলেই কুকুরটির মৃত্যু হয়।

পরে এই ঘটনার সিসিটিভি ফুটেজটি ৫ ডিসেম্বর সিপ্লাস টিভিতে প্রচার হলে সেটা খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং সেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর পরপরই কয়েকজন আইনজীবী প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ ও আইন লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৪ এ পেনাল কোড ও সড়ক পরিবহন আইনে এই সি.আর মামলাটি দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ডিসি অফিসের ওই গাড়িচালক ইচ্ছাকৃতভাবে কুকুরটিকে চাপা দেন এবং সিকিউরিটি গার্ডও তার দায়িত্বে অবহেলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয় এবং বিষয়টি তদন্তের জন্য কোতোয়ালি থানাকে দায়িত্ব দেওয়া হয়।

এব্যাপারে আইনজীবীরা বলেন, আমরা ঘটনাটির ভিডিও দেখে খুবই মর্মাহত হয়েছি। কুকুরটির এমন মৃত্যুর ঘটনা আমাদেরকে খুব ব্যথিত করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের আর কোনো প্রাণী হত্যার ঘটনা না ঘটে তার জন্যই আমাদের মামলা দায়ের করা। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি মামলাটি সুষ্ঠু তদন্ত হয়ে ন্যায় বিচার নিশ্চিত হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top