গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৫০

চাটগাঁ নিউজ ডেস্ক : দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে শনিবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দেইফকে মারতে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি এবং তার বর্তমান অবস্থাও অজানা।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী আল-মাওয়াসি শরণার্থী শিবিরকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধার করার চেষ্টা করছে। আহতদের মধ্যে শিশু ও প্রতিবন্ধীরাও রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে নিহত ২০ জনকে এবং আহত ৯০ জন ফিলিস্তিনিকে খান ইউনিসের নাসের হাসপাতালে আনা হয়েছে।

নাসের হাসপাতালের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, ২০টিরও বেশি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তাছাড়া গুরুতর আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

গাজা সরকারি মিডিয়া অফিস এক বিবৃতি বলেছে, হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মীসহ ১০০ জনেরও বেশি লোক নিহত বা আহত হয়েছে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top