গাজায় যুদ্ধবিরতির চুক্তি আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও গাজায় যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘গাজায় চুক্তি করুন। বন্দিদের ফিরিয়ে আনুন।’

এর আগে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।

টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এদিকে যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় নিয়ে যুক্ত আলোচনায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক কর্মকর্তা জানান, হামাস ও ইসরায়েলের নেতানিয়াহু সরকারের মধ্যে অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। ফলে আপাতত যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিতই রয়ে গেছে।

কর্মকর্তারা আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রশাসন একটি পূর্ণ চুক্তিকে সমর্থন করে। যে চুক্তিতে যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের শেষ থাকবে। যাতে ওই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়া আরও বিস্তৃত করা সম্ভব হয়।

সম্প্রতি ট্রাম্প বলেন, ‘আমরা মনে করি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে।’

এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক।

স্থানীয় সময় শনিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top