গাজায় গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ মিছিল

চাটগাঁ নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় অবৈধ ইসরায়েলি দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। এসময় গাজায় ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় যুক্তরাষ্ট্রকে বয়কটের ডাক দিয়েছেন হেফাজতের নেতারা।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ‘মজলুম গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী হরতালে’র সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে দামপাড়ার নার্সারি মোড় প্রদক্ষিণ করে শেষ হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন ‘ইহুদিদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ইহুদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘বয়কট, বয়কট; আমেরিকা বয়কট’।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ (সোমবার) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে ‘নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি অর্থাৎ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। এরই অংশ হিসেবে আজ সারাদেশে এই কর্মসূচি পালনে সড়কে নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top