গাজায় গণহত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ার কোদালায় বিক্ষোভ মিছিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি: বর্বর ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর গণহত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ২নং রাইখালী এবং ১২নং কোদালা ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনসাধারণের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচী থেকে ইসরায়েলী পণ্য বর্জনের আহবান জানানো হয়।

এদিন জুম্মার নামাজের পর থেকে পৃথক মিছিলসহকারে পূর্ব কোদালা স্বন্দীপ পাড়া জামে মসজিদের সামনে এসে জড়ো হন সকলে। সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল রাঙামাটি-বান্দরবান সড়কপথে যাত্রা করে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে কালেমা তৈয়্যবা লেখা পতাকা, ফিলিস্তিনি পতাকা, ফিলিস্তিনের শহীদ শিশুদের রক্তাক্ত প্রতিকৃতিসহ ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার-ফেস্টুন, নেতা নিয়াহুর কুশপুত্তলিকা ছিলো। হাজার হাজার মানুষের অংশগ্রহণে কয়েক কিলোমিটার দীর্ঘ মিছিলে ইসরায়েল, আমেরিকা ও ভারত বিরোধী শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় আশেপাশের এলাকা। পরে ফেরিঘাট জামে মসজিদ মাঠে এসে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এতে সভাপতিত্বে করেন পূর্ব কোদালা স্বন্দীপ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সোলায়মান। উদ্বোধক ছিলেন, বড়খোলাপাড়া তালিমুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম আমিনি। প্রধান অতিথি ছিলেন, কোদালা মাদ্রাসার শিক্ষক আলহজ্ব ক্বারী মোহাম্মদ রফিক। মাওলানা মুহাম্মদ আবদুল আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন, মাওলানা মুফতি মুহাম্মদ নেজাম, মাওলানা মুহাম্মদ আনোয়ারসহ বিভিন্ন স্তরের আলেমওলামাবৃন্দ। শেষে বিক্ষুব্ধ মুসলিম জনসাধারণ ইসরায়লী পতাকা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মার শান্তি এবং নিরীহ ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করেন।

চাটগাঁ নিউজ.জগলুল/এমকেএন

Scroll to Top