নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সারাদেশের মানুষ। চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলায় নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের অবস্থান থেকে রাস্তায় নেমে এসে প্রতিবাদ মিছিল ও সমাবেশে সামিল হয়েছেন।
তারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) রাঙ্গুনিয়া, রাউজান, সীতাকুণ্ড, আনোয়ারা, কাপ্তাই ও কক্সবাজার জেলার উখিয়ায় বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাউজান থেকে পাঠানো তথ্যমতে- রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণাংশে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে জামায়াত ইসলামী বাংলাদেশ রাউজান উপজেলার আমির শাহজাহান মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রিদুয়ান শাহ, উত্তর জেলার বায়তুল মাল সেক্রেটারি আব্দুল হামিদ চৌং, ছাত্র শিবিরের সভাপতি তৌহিদ হোসেন, শফি শিকাদর, আবুল কাশেম, মাওলানা ফরিদুল ইসলাম, মিজানুর রহমানসহ আরো অনেকেই।
এদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের আয়োজনে রাউজান উপজেলার উত্তর ও দক্ষিণাংশে পৃথকভাবে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টার দিকে পাহাড়তলী চৌমুহনী হতে তাদের একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় পাহাড়তলী চৌমুহনী চত্বরে এসে এক প্রতিবাদ সভার মধ্যদিয়ে শেষ হয়।
এতে উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ ইলিয়াছ নুরীর সভাপতিত্বে ও ছাত্রসেনার সভাপতি কাজী কায়েছ উদ্দিন ও কাজী তাজুল ইসলাম আসিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আল্লামা আবু মোস্তাক আলকাদেরী, মাওলানা জিল্লুর রহমান হাবীবি, শামসুল আলম হেলালী, মাওলানা আইয়ুব বদরী, রবিউল হোসাইন সুমনসহ আরো অনেকেই।
উভয় প্রতিবাদ সভায় ফিলিস্তিনের উপর ইসরায়েলের কাপুরুষোচিত ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো বর্বরতা বন্ধের দাবি জানানো হয়।
সীতাকুণ্ড থেকে পাঠানো তথ্যমতে- সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দল, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
উক্ত বিক্ষোভ মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামী দল, ইমাম-উলামা, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতশত সাধারণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন৷ মিছিলে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও আমেরিকার বিপক্ষে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড বহন করেন বিক্ষুব্ধ সর্বস্তরের মুসলিম জনতা। বিক্ষোভে অংশ নেওয়া মুসলিম জনতা অবিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান। তারা বলেন, ২০২৫ সালের এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে আমরা আশ্চর্যজনকভাবে তা মেনে নিচ্ছি। গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে তা হতে পারে না। বোমা হামলা-বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে। আরও নৃশংস হয়ে উঠছে। আমাদের মধ্যে মানবিকতা-মনুষ্যত্ব সেটা কি শুধু মুখেই থাকবে। শতাব্দীর সবচেয়ে ভয়ংকর গণহত্যা চললেও বিশ্বের কোন মুসলিম দেশ জোরালো প্রতিবাদ করছেনা। এ গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা।
আনোয়ারা থেকে পাঠানো তথ্যমতে- গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা ও সর্বস্তরের সাধারণ জনগণ।
সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তাওহিদী জনতা প্রস্তুত রয়েছে । আমরা ফিলিস্তিন যেতে চাই, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। অতিতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিষ্ট ও জালেমদের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা ভূমিকা রেখেছে।
কাপ্তাই থেকে পাঠানো তথ্যমতে- রাঙামাটি কাপ্তাইয়ে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলিমদের উপর ইসরায়েল নির্বিচারে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে নারী শিশুসহ সকল স্থাপনা ধবংস করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা বাংলাদেশ অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান জরুরি ভিত্তিতে সকল ইসরায়েলের পণ্য বর্জন ও নিষেধাজ্ঞা করার জন্য।
এসময় বক্তব্য রাখেন, শিক্ষক শফিকুল ইসলাম, ইমাম ও হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাইফী ও বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
উখিয়া থেকে পাঠানো তথ্যমতে- কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা৷ উক্ত বিক্ষোভ মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামীদল, ইমাম-উলামা, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতশত সাধারণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন৷
বক্তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশে সমস্ত ইসরাইলি পণ্য ও কোম্পানি বাজেয়াপ্ত ঘোষণার করার দাবি তুলেন৷ মিছিল থেকে অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আরব দেশগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বানের পাশাপাশি বাংলাদেশে মায়াকান্না না করে আপনারা যে যেভাবে পারেন গাজায় আর্থিক ও সামরিক সহযোগিতা করুন৷
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মওলানা নুরুল হক, আইনজীবী সাফফাত ফারদিন চৌধুরী রামিম, জামায়াত নেতা নুর মোহাম্মদ সিকদার, স্টেশন জামে মসজিদের খতিব মওলানা নিয়ামত উল্লাহ বিন কামাল, বিএনপি নেতা মুবাস্সের, ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ান রহমান, আর জে কামরুল, মামুম চৌধুরী, ওমর ফারুক, সোহেল, জিসান সহ প্রমুখ৷
চাটগাঁ নিউজ/এমকেএন