আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা ৫০,৪০০ ছাড়িয়ে গেছে।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করেছে। এর পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৮৩ জন আহত হয়েছেন। সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৫৮৩ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকলেও উদ্ধারকারীরা সবার কাছে পৌঁছাতে পারছেন না।
গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। এরপর প্রায় দুই মাস তুলনামূলক শান্তি ছিল। তবে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধের কারণে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত ১,০৪২ ফিলিস্তিনি নিহত এবং ২,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলার ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ ঘরছাড়া হয়েছেন। এছাড়া, উপত্যকাটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন