চাটগাঁ নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অনেকে। এই পর্যন্ত অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।
বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আরও ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় বহু মানুষ আহত হয়েছেন।
এর মধ্যে গাজার আল-তুফাহ এলাকায় একটি স্কুলে হামলায় ১৬ জন আশ্রয়প্রার্থী নিহত হয়েছেন। সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে কমপক্ষে ২৩৪টি আশ্রয়কেন্দ্র এবং বাস্তুচ্যুতি কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
অন্য একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা শহরের আল-ওয়াহদা স্ট্রিটের একটি জনাকীর্ণ বাজারে আরেকটি হামলায় অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে। সূত্রটি জানিয়েছে, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও একজন সাংবাদিক রয়েছেন।
আনাদোলুর একজন প্রতিবেদকের মতে, হামলার শিকার ওই এলাকায় অনেক দোকানপাট রয়েছে। সেই কারণে হামলার সময় বাজারটিতে অনেক মানুষ ছিলেন।
দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ আটজন নিহত হয়েছেন। একই শহরের পূর্বাঞ্চলে বানি সুহাইলা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে স্বামী-স্ত্রী প্রাণ নিহত হয়েছেন।
এছাড়া, মধ্য গাজা উপত্যকার পূর্ব দেইর আল-বালাহের মুনাসিরা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনী এক শিশুসহ আরও তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব তেল আল-জাতার পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন