পড়া হয়েছে: ৩৪
চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বোয়ালখালিতে গাছের ঢাল কাটতে গিয়ে গাছ থেকে ছিটকে পড়ে অলক কান্তি নাথ (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৩নম্বর ওয়ার্ড পূর্ব গোমদণ্ডী গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অলক ডাল ছাটাই করতে গাছে উঠলে নামার সময় পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অলক পূর্ব গোমদণ্ডী চুড়াখালী নাথ পাড়ার মৃত মানিক নাথের ছেলে।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন ইমু চাটগাঁ নিউজকে জানান, অলক কান্তি নাথ নামের এক ব্যক্তিকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনয়নকারীরা জানিয়েছেন তিনি গাছ থেকে পড়ে গিয়েছিলেন।
চাটগাঁ নিউজ/এসবিএন