আমিরাত প্রতিনিধি: গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই’র কেন্দ্রীয় পরিষদের আওতাধীন নব নির্বাচিত রাজধানী আবুধাবী শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বাদে মাগরিব আমিরাতের রাজধানী আবুধাবীর একটি হোটেলে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
রাজধানী আবুধাবী শাখার নব মনোনীত সভাপতি আসলাম উদ্দিন হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইউএই’র কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব ছাহেব।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউএই’র কেন্দ্রীয় পরিষদের কেবিনেট মেম্বার ও রাজধানী আবুধাবী শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ আজিমউদ্দিন।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউদ্দিন বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই’র কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ও কেবিনেট মেম্বার আলহাজ্ব মুহাম্মদ আজম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই’র কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ওমর গণি।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইউএই’র কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ও কেবিনেট মেম্বার আলহাজ্ব হাফেজ মুহাম্মদ শফিউল আলম মানিক, রাজধানী আবুধাবি শাখার উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ উসমান আলী, উপদেষ্টা আলহাজ্ব মফজ্জল আহমেদ সওদাগর, বৃহত্তর মোসাফ্ফা শাখার সভাপতি ও ইউএই’র কেবিনেট মেম্বার আলহাজ্ব মুহাম্মদ আলী জামাল, ইউএই’র কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক ও কেবিনেট মেম্বার হাজী ইয়াকুব, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ মুসা, কেবিনেট মেম্বার মাওলানা মঈনউদ্দিন আলকাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেবিনেট মেম্বার মাওলানা একতিয়ার হোসাইন
ডেরা দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হারুন, শারজাহ আল মাদাম শাখার সভাপতি মুহাম্মদ আরিফ, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবু শাহেদ আরজু, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা ওসমান তালুকদার, উপদেষ্টা আলহাজ্ব কামাল চৌধুরী, উপদেষ্টা মুহাম্মদ দিদারুল আলমসহ রাজধানী আবুধাবি শাখার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ জামালউদ্দিন, কেন্দ্রীয় পরিষদের সহ প্রকাশনা সম্পাদক মুহাম্মদ তছলিম উদ্দিনসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই’র কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী। সর্বশেষ মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
চাটগাঁ নিউজ/মান্নান/এমকেএন