গাঁজা সেবনরত অবস্থায় চবিতে ৯ শিক্ষার্থী ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পৃথক দুটি গ্রুপে গাঁজা সেবন করছিল ৯ শিক্ষার্থী। হাতেনাতে তাদের আটক করেছে চবির প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা। এর মধ্যে ৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী রয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে চবির কলা ও মানববিদ্যা অনুষদের ক্যান্টিনের ছাদ এবং কলা ঝুপড়ির পাশ্ববর্তী ঝর্ণার কাছ থেকে তাদের আটক করা হয়।

একটি গ্রুপে ৫ জন এবং আরেকটি গ্রুপে ৪ জন। ৪ জনের গ্রুপের একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী। দুই গ্রুপের আটক মোট ৯ জনের মধ্যে ৬ জন ছাত্র, ৩ জন ছাত্রী।

চবির সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে গতকাল পৃথক দুই স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় ৯ জনকে ধরা হয়েছে। পরে ওই শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি কাউন্সিলিংয়ের জন্য তাদের নিজ নিজ বিভাগে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top