চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে একের পর এক ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। এতে প্রতিনিয়তই ঘটে চলেছে মানুষের প্রাণহানি। আবার দুর্ঘটনায় বেঁচে গেলেও আহতদের অনেককেই বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। সড়কে এমন প্রাণহানি, দুর্ঘটনা নিয়ে চট্টগ্রামে একটি লোকিক মিথ বা বিশ্বাস চালু রয়েছে। জনসমাজ এটিকে-‘সড়ক গরম হয়েছে, তাই একের পর এক দুর্ঘটনা ঘটছে’ বলে বিশ্বাস করে।
এমন বিশ্বাসের ভিত্তিতে সড়ক শান্ত করতে অর্থাৎ সড়ক দুর্ঘটনা রোধে চট্টগ্রামের ফটিকছড়িতে একটি আঞ্চলিক মহাসড়কে পশু জবাই করে রক্ত ছিটানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট এলাকায় এমন অনুষ্ঠান পালিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের বারৈয়ারহাট এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। প্রাণহানি রোধে সড়কে পশু জবাই করে রক্ত ঢেলে কর্মসূচি পালন করে স্থানীয়রা। এর আগে প্রবাসীদের উদ্যোগেও পশু জবাই করা হয়। এছাড়া খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিমদের জন্য তাবারুক বিতরণ করেন আয়োজকরা।
আয়োজকদের একজন ইউনুস খান রুবেল বলেন, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে দোয়ার পাশাপাশি কম গতিতে গাড়ি চালানো, সড়ক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সচেতনতা সৃষ্টির জন্য এই আয়োজন করা হয়।
চাটগাঁ নিউজ/ইউডি