রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম–কাপ্তাই সড়কটি চার লেনে উন্নীত না হওয়ার পেছনে গত সরকারের গাফিলতিকে দায়ী করেছেন রাঙ্গুনিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিএনপি নেতা মো. মহসিন চৌধুরীর পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, এই সড়কের উন্নয়নের বিষয়টি আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবতা হলো—এই সড়ক অনেক আগেই চার লেনে উন্নীত হওয়া উচিত ছিল। গত সরকারের গাফিলতির কারণেই তা বাস্তবায়ন হয়নি। তখন নানান অজুহাত দেখানো হয়েছে—সড়ক অধিগ্রহণ করতে হবে, রাস্তার পাশে যাদের জমি ও স্থাপনা আছে তাদের কষ্ট হবে ইত্যাদি। এসব অজুহাত ছিল সম্পূর্ণ বাউতাবাজি। আশা করি আগামীতে যে সরকারই আসুক, আগামী কয়েক বছরের মধ্যেই এই সড়ক চার লেনে উন্নীত হবে।
এর আগে তিনি রাঙ্গুনিয়া উপজেলার পারুয়ায় সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্র শাহেদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয়ে জানতে চাইলে হুমাম কাদের চৌধুরী বলেন, শাহেদ হত্যাকাণ্ড এখন রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে আলোচিত বিষয়। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আপডেট দিতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। আমি তার পরিবারের সঙ্গে দেখা করেছি। তারা খুব কষ্টে আছে। আশা করি তারা ন্যায়বিচার পাবে।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি রাঙ্গুনিয়াকে পরিষ্কার রাখতে পারি, তাহলে অনেক রোগ কমে আসবে। আপনারা জানেন, বর্তমানে স্কিন অ্যালার্জি একটি বড় সমস্যা। এ কারণে রাঙ্গুনিয়াজুড়ে ডাস্টবিন স্থাপনের একটি ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন হেলথ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে উন্নতমানের হাসপাতাল করার স্বপ্নও রয়েছে।
সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, যারা এতদিন বাবার স্মৃতি মনে ধরে রেখেছেন, তাদের সঙ্গে বসা, কথা বলা ও সময় কাটানোর জন্যই আমি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছি।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






