‘গণবিরোধী কর্মকাণ্ড করলে সরকারকে এক সেকেন্ডও সময় দেয়া হবে না’

চাটগাঁ নিউজ ডেস্ক : সংস্কার ছাড়া কোনো নির্বাচন চান না জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘তবে তাই বলে সরকারকে (অন্তর্বর্তীকালীন) ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা “ব্ল্যাংক চেক” দেব না। আপনাদের কাজকর্ম দেখে অটো-রিনিউয়াল সময় দেব। ভালো কাজ করবেন, সমর্থন পাবেন। গণবিরোধী কর্মকাণ্ড করলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে।’

শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আয়োজিত তারুণ্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক। এতে গণঅধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন প্রসঙ্গে নুরুল হক বলেন, ‘শুধু একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসাবার জন্য ছাত্রজনতা জীবন দেয়নি। কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে, কোনো রাজনৈতিক চাপে ছাত্র-জনতা এই অভ্যুত্থানে অংশ নেয়নি। রাজনৈতিক দলের নেতাদের আমরা ৫৩ বছর দেখেছি। কাজেই আরও দুয়েক বছর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কী করে।’

৫৩ বছর পর সুযোগ এসেছে উল্লেখ করে নুরুল হক বলেন, ‘গণঅভ্যুত্থানে যারা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই ফ্যাসিবাদের পুনর্বাসনের জন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্পেস (সুযোগ) দেওয়ার কথা বলছেন। আমরা ক্ষমতায় বসতে জীবন দেই নাই। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে যদি প্রতিরোধের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে হবে সে ডাক। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ আপনাদের এ চট্টগ্রাম থেকে ডাক দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব, আপনারা প্রস্তুতি নিন।’

নুর বলেন, দুই-একটি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। ছাত্র-জনতার রক্তের ওপর পাড়ি দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আর আমরা কি আঙুল…। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম যারা মুখে নেবে, তাদের প্রতিহত করতে হবে।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top