গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সুযোগ সফল করার আহ্বান জোনায়েদ সাকির

চাটগাঁ নিউজ ডেস্ক : সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বুধবার (২০ মার্চ) চট্টগ্রাম নগরের একটি হোটেলে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। আলোচনায় বক্তারা দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, এবং সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে মতবিনিময় করেন।

আলোচকরা বলেন, সংবিধান সংস্কার ও একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার জন্য জনগণের মতামতের ভিত্তিতে একটি কার্যকর প্রক্রিয়া প্রয়োজন। তারা জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম নূর, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কফিল উদ্দিন, শ্রমিক নেতা মো. ওয়াজীউল্লাহ, বিএনপি নেতা মো. হারুন, মো. সাইফুল ইসলাম, এবি পার্টির নেতা সিদ্দিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য জোবাইরুল আলম মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিদুয়ান সিদ্দিকী।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top