চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে সংঘটিত দুটি হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম মালবাহী ট্রাকচালক মো. হোসেন ও অটোরিকশাচালক সবুজ হত্যা মামলার অভিযোগপত্র আমলে নেন। এই দুই মামলায় মোট ৬৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১ জনকে পলাতক দেখানো হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন। অভিযোগপত্র অনুযায়ী, দুটি মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এবং তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর আগে জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। পাশাপাশি প্লট দুর্নীতির পাঁচটি মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া আরও বহু হত্যা ও সহিংসতার মামলায় তার নাম আসামির তালিকায় রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





