চুরির গরু খুঁজতে গিয়ে খোয়ালেন মোটরসাইকেল ও ফোন 

আনোয়ারায় দুর্ধর্ষ লুট

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় মধ্যরাতে সাড়ে ৩ লাখ টাকা দামের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ সময় গরু খুঁজতে বের হয়ে দুর্বৃত্তের কবলে পড়ে খোয়ালেন মোটরসাইকেল এবং মোবাইল ফোন।

সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের নছুম মাতব্বর বাড়ির মোরশেদের ঘরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আবু সুফিয়ান প্রকাশ মোরশেদ বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আবু সুফিয়ান বলেন, সোমবার দিবাগত রাত ১১টার দিকে গরুগুলো দেখভাল করে ঘুমিয়ে পড়ি। পরে রাত আড়াইটার দিকে ঘরের বাইরে মানুষের উপস্থিতির শব্দ শুনতে পাই। বের হয়ে দেখি গোয়াল ঘরের দুটি গরু নেই। পরে মোরশেদের ভাইপো আব্দুল জব্বার ও মামাতো ভাই মো. হাবিবুল্লাহ মোটরসাইকেল নিয়ে গরু খুঁজতে বের হন। পথিমধ্যে সড়কে অস্ত্রধারী দুর্বৃত্তের সামনে পরেন তারা। এ সময় দুর্বৃত্তরা তাদের হাত-পা বেঁধে মোটরসাইকেল ও মোবাইল নিয়ে চলে যায়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, গরু চুরির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যার ফলে গত দেড় মাস কোনো গরু চুরির ঘটনা ঘটেনি। গতরাতের গরু চুরির বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বের করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top