চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ১০ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
জরিমানার মোট আড়াই লাখ টাকা নিহত পুলিশ সদস্যের পরিবারকে প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল এবং মো. বাবুল।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় পাঁচজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, অপর পাঁচজন পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস এলাকার আমবাগানে ডিআইজি বাংলোর সামনে ছিনতাই প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন কনস্টেবল আবদুল কাইয়ুম (২২)। ওই সময় হামলায় আরও তিনজন পুলিশ সদস্য আহত হন।
নিহত আবদুল কাইয়ুম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ২০১২ সালের ৬ অক্টোবর বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন।
ঘটনার পর পুলিশ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলে আদালত এ রায় ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







