চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের খুলশীতে বাড়ির মালিকের অনুপস্থিতিতে প্রায় ২২ লাখ টাকার সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা চুরি করে পালিয়ে যাওয়া গৃহকর্মী সেলিনা আক্তারকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।
এর আগে বুধবার (২২ জানুয়ারি) টেকনাফের সাবরাং ইউনিয়নের কোয়াংছড়ি পাড়ায় অভিযান চালিয়ে ওই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সেলিনার দেওয়া তথ্যের ভিত্তিতে তার দখল থেকে চুরিকৃত স্বর্ণালংকার- ১টি ব্রেসলেট, ২টি বালা, ১টি গলার হার, ২টি কানের দুল, ২টি চেইন, ১টি চিক, এবং ৩টি রিংসহ মোট ১২.৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, সেলিনা আক্তার নামে ওই গৃহকর্মী নগরীর খুলশী এলাকার একটি বাসায় দেড় মাস আগে কাজ নেন। চলতি বছরের ৯ জানুয়ারি বাসার সবাই বেড়াতে গেলে সেলিনা সুযোগ বুঝে আলমারির ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লাখ টাকা এবং সাড়ে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হার, চুড়ি, আংটি, কানের দুলসহ বিভিন্ন অলংকার। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাসার মালিক মাহবুবুর রহমান খুলশী থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে বুধবার সেলিনাকে গ্রেফতার করে পুলিশ।
রইছ উদ্দিন বলেন, ‘সেলিনা গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার পর থেকেই চুরির পরিকল্পনা করছিল। গ্রেফতারের পর সেলিনার কাছ থেকে সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা সে মোবাইল, জামা-কাপড় কিনতে খরচ করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। সে পেশাদার চোর কি না সেটা আমরা তদন্ত করছি।’
চাটগাঁ নিউজ/এসএ